শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৫

নওগাঁ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১  

গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 'শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা' মন্ত্রে উজ্জীবিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নওগাঁ জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়া জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ, জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জর পরিচালক ও রেঞ্জ কমান্ডার রাসেল আহমেদ। এ সময় বক্তারা প্রাকৃতিক দুর্যোগ, নির্বাচন, পূজাসহ বিভিন্ন ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রণী ভূমিকা গ্রহণের কথা তুলে ধরে তাদের অব্যাহত ভাবে কাজ করে উন্নত দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।

তবে সরকার প্রান্তিক পর্যায়ের এই বাহিনীর জীবনমান আরো আধুনিকায়ন করার লক্ষ্যেও নানা পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান বক্তারা। পরে জেলায় কর্মরত বাহিনীর বিভিন্ন সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শুভেচ্ছা উপহার তুলে দেন। 
 

এই বিভাগের আরো খবর