শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৭

দুদিনে ২৪ হাজার আবেদন, চাকরি পেলেন ২৫০ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩  

গাজীপুরে দুই দিনব্যাপী চাকরি মেলায় ৪০টি চাকরিদাতা প্রতিষ্ঠানে ২৪ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে বিভিন্ন কোম্পানিতে ২৫০ জনের চাকরি হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
 
রোববার (৮ জানুয়ারি) মেলার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এবিএম ইসমাইল হোসেন খান প্রমুখ।
 
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, দুই দিনব্যাপী চাকরি মেলায় শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। মেলায় দুই দিনে ২৪ হাজার চাকরিপ্রার্থী তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। এসব সিভি থেকে মেলায় অংশগ্রহণকারী ৪০টি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদের বিপরীতে মোট এক হাজার ৭১৮ জনকে প্রাথমিকভাবে বাছাই করেছে। প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের সংখ্যা এক হাজার ১২৩টি।

তিনি আরও জানান, মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদের বিপরীতে ২৫০ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।

চাকরি মেলায় বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড, স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড, ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, ওয়ালটন গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, বাটা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপসহ ছোট-বড় প্রায় ৪০টির মতো শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়।

মেলায় অংশ নেওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বেক্সিমকো টেক্সটাইলস, মোগড়খাল যুব ও সমাজকল্যাণ সংসদ এবং নোমান গ্রুপ যথক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে। 

এই বিভাগের আরো খবর