সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫৫

দিনের অর্ধেক সময় জিম করছেন ‘ফাইটার’ শাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯  

মালেক আফসারী পরিচালিত নতুন ছবিতে কাজ করবেন শাকিব খান। ছবিটির জন্য ব্যপক প্রস্তুতি নিচ্ছেন তিনি। ছবিতে তার চরিত্রটি সঠিক ভাবে ফুটিয়ে তোলার জন্য দিনের অর্ধেক সময় নাকি জিমেই কাটাচ্ছেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান হিরো।

আগেই জানা গেছে, শাকিব খান ও মোহাম্মাদ ইকবাল প্রযোজিত সেই ছবিতে শাকিবের নায়িকা হচ্ছেন শবনম বুবলী। তবে ছবির নাম চূড়ান্ত হতে বাঁকি ছিল । শোনা যাচ্ছিল ছবিটির নাম ‘পাসওয়ার্ড’ হবে। অবশেষে ছবির নামও বদলেছেন নির্মাতা মালেক আফসারী।

মালেক আফসারী জানান, শাকিব-বুবলী জুটির নতুন এই ছবির নাম ‘ফাইটার’। অ্যাকশন হিরো হিসেবে এই ছবিতে দেখা মিলবে শাকিব খানের।

সালমান শাহ অভিনীত ‘আমার ঘর আমার সংসার’ ছবির পরিচালক মালেক আফসারী বুধবার সকালে তরুণ কন্ঠকে বলেন, ‘ আমার নতুন ছবির নাম রাখা হয়েছে ‘ফাইটার’। প্রতিদিন কাজ চলছে। পেপার ওয়ার্ক শেষ। দিনে ফিল্ড ওয়ার্ক চলছে। রাতে টেবিল ওয়ার্ক হচ্ছে। শুটিং স্টার্ট হবে ১৫ ফেব্রুয়ারি। শাকিব খান রেডি হচ্ছে। দিনের অর্ধেক সময় জিমে কাটাচ্ছে।’

জানা গেছে, শাকিব খান ও বুবলী ছাড়াও দর্শক ছবিতে সম্রাটসহ আরো কয়েকজন অভিনয়শিল্পীকে দেখতে পাবেন। শিগগিরই তাদের চূড়ান্ত করা হবে। ছবিটির কাহিনী সংলাপ রচনা করেছে আবদুল্লাহ জহির বাবু।

এই বিভাগের আরো খবর