শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৮

তিতাসে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাসীন তিহামী, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২  

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলার গাজীপুর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল। 

আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ নুরুল আফসার, মোঃ আলাউদ্দিন প্রধান, ফারহাতুল হাসান (নাহিদ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম সরকার, মোঃ জাহিদ মিয়া, মোঃ শাওন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ তানহার সরকার, মেহেদী হাসান মারুফ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সাতানী ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইয়াকুব আলী ইফাদ সহ কয়েক শত ছাত্রলীগের নেতাকর্মী।  

পরে কেক কেটে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
 

এই বিভাগের আরো খবর