মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১০

জাল ভোট দি‌তে গি‌য়ে ২ যুবক আটক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩  

আটককৃত দুই যুবক  টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দি‌তে গি‌য়ে দুই যুবক আটক হ‌য়ে‌ছেন। স্থানীয়রা তা‌দের আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ করেন। 

আটককৃত দুই যুবক টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দি‌তে গি‌য়ে দুই যুবক আটক হ‌য়ে‌ছেন। স্থানীয়রা তা‌দের আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ করেন। 

সোমবার (১৭ জুলাই) কালিহাতী উপ‌জেলার পারখী ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ভন্ডশ্বর ভোট‌কে‌ন্দ্র থেকে তা‌দের আটক করা হয়। আটককৃতরা হ‌লেন, উপজেলার পারখী ইউনিয়নের আউলিবাদ গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৮) ও আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান(১৭)। 

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডশ্বর কেন্দ্রে ভোট দিচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ওই যুবকদের বয়সে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশে দেন। 

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাসির উদ্দিন জানান, উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিতে আসেন ওই দুই যুবক। এ সময় স্থানীয় ভোটাররা জাল ভোট দেওয়ার সন্দেহে তাদের আটক করেন। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, সোমবার সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। পারখী নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ১৬ হাজার ৯৫০ জন ভোটার রয়েছে।

এই বিভাগের আরো খবর