সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৫

জাতীয় শোক দিবসে চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে পুলিশ সুপার মোঃ ছাইদুল
হাসান পিপিএম -এর নেতৃত্বে নিজস্ব ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন ও কালো ব্যাজধারণের মধ্যে দিয়ে দিনের শুরু হয়। সকাল ৮টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ সুপার ছাইদুল হাসান স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ সহ ১৫ ই আগস্টে শাহাদত বরণ কারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম সাহিদ, অতি. পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস ) মোঃ রোকনুজ্জামান সরকারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর পুলিশ সুপার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে জাতীয় শোক দিবস উপল আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া বাদ আসর সম্মানিত পুলিশ সুপারের অংশগ্রহণে জেলা পুলিশ লাইন্স জামে মসজিদে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। 

এই বিভাগের আরো খবর