সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭৬

চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষক আপন খালু গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় চার বছরের শিশু ধর্ষণ মামলায় আপন খালু কাউসার (৩৯) কে গ্রেফতার করেছে র‌্যাবের একটি যৌথ আভিযানিক দল।
শুক্রবার (১৮ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব -৫ ক্যাম্পে সংবাদ সম্মেলনে রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব কথা জানায়। তিনি বলেন, ধর্ষণ মামলার এজাহার ও গণমাধ্যম তথ্যের উপর ভিত্তি করে র‌্যাব- ৫ ছায়া তদন্ত শুরু করে। নিজস্ব গোয়েন্দা নজরদারী'তে আসামীর অবস্থান সনাক্ত করা হয়। এরপর গত ১৭ আগস্ট বিকেলে ঢাকার পূর্ব বাড্ডা কবরস্থানের সামনে র‌্যাব-১ মেজর মোহাম্মদ মাসুদ হায়দার, সিপিসি -১ র‌্যাব -৫ কোম্পানির অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, এবং র‌্যাব-১ সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা’র নেতৃত্বে র‌্যাব-৫ এবং র‌্যাব-১ এর বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষক’কে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সংবাদ সম্মেলনে বলেন, গত (১২ আগস্ট) রাত ১টায় স্ত্রী ঘুমন্ত অবস্থায় থাকায় সে তারই শয়ন কক্ষে চার বছরের শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের ঘটনা ঘটায়। ঐ দিন দিবাগত রাত সাড়ে ৮ টায় রক্তক্ষরণ, ব্যথা এবং শারীরিক অসুস্থতার কারণে শিশুটি’কে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
পারিবারিক জিজ্ঞাসাবাদে ভিকটিম, আসামীর স্ত্রী এ ঘটনার বিবরণ দেন। এরপর গত (১৩ আগস্ট) শিশুটির পিতা বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে শিশুটি তার বাবা মায়ের হেফাজতে রয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত কাউসার আলী (৩৯) সম্পর্কে শিশুটির আপন খালু হয়। এ ঘটনায় নাচোল থানায় ধর্ষক আসামী’কে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এসব কথা বলেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার।

 

এই বিভাগের আরো খবর