সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫১

চাঁপাইনবাবগঞ্জে ২৫ মন্দিরে ২৫ মণ চাল দিলেন জেসি এমপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩  

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে ২৫ টি মন্দিরে ২৫ মণ চাল দিয়েছেন জাতীয় সংসদে মহিলা আসন ৩৮, চাঁপাইনবাবগঞ্জের এমপি ফেরদৌসী ইসলাম জেসি।
রবিবার জেলা শহরের হাসপাতাল সড়কের নিজ বাসভবন হক মনজিল হতে চালগুলো তিনি বিতরণ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের তথ্য সংবলিত লিফলেট বিতরণ করেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।
লিফলেটের মাধ্যমে দেশের সাবির্ক উন্নয়নের যেসব চিত্র তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, প্রতিবন্ধী ভাতা বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ, ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তি, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প, পদ্মা সেতু কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ, মেট্রোরেল চালু, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, এশিয়ান হাইওয়ে, সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের উল্লেখযোগ্য হচ্ছে- শেখ হাসিনা সেতু, আন্তঃনগর ট্রেন, রাবারড্যাম, পদ্মা নদীর ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল।
এছাড়া ভবিষ্যতে চাপাইনবাবগঞ্জে কর্মসংস্থানের জন্য স্থাপিত হবে অর্থনৈতিক অঞ্চল, আধুনিক দক্ষ জনশক্তি তৈরির জন্য শেখ কামাল আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক।

এই বিভাগের আরো খবর