মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪০

চাঁপাইনবাবগঞ্জে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সাথে ইইডি’র মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ১ আগস্ট ২০২৩  

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা ও সেবা প্রদান প্রতিশ্রæতির নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান-এর সভাপতিত্বে রবিবার সকালে ইইডি’র নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। আরো বক্তব্য রাখেন- ইইডি’র সহকারী প্রকৌশলী (পুরঃ)-২ মোঃ আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী (পুরঃ)-৩ মোঃ রাশেদুজ্জামান রনি প্রমুখ। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন বিকাল সাড়ে ৩টায় জাতীয় শুদ্ধাচার কর্ম-কৌশল ও তথ্য অধিকার অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে নৈতিকতা কমিটির ১ম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরো খবর