সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪০

চাঁপাইনবাবগঞ্জে সফল ভাবে শেষ হল ক্রিকেট টুর্নামেন্ট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জের সুনামধন্য আফি কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের আয়োজনে আজ সকালে জেলা সদরের বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্ক মাঠে জমকালো আয়োজন এর মধ্য দিয়ে শেষ হল আফি কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর খেলা।
টুর্নামেন্টে আফি কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের ছাত্রদের নিয়ে গঠিত ৪টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ ফাইনাল খেলায় ‘সকাল ৮টার ব্যাচ’ ছাত্রদের দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং ওয়ার্ড সদস্য মো: তাসিকুল ইসলাম শিমুল।
আফি কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম সোহেল বলেন, এ রকম টুর্নামেন্ট পরবর্তীতে আরও বেশি বেশি আয়োজন করে মাদক মুক্ত সমাজ গড়তে ভুমিকা রাখবেন।

এই বিভাগের আরো খবর