সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৪

চাঁপাইনবাবগঞ্জে প্রবীণ নিবাসে ফ্রিজ দিল জেলা পরিষদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

মহানন্দা প্রবীণ নিবাসে ফ্রিজ দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ। বুধবার বেলা ১২টায় জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন মহানন্দা প্রবীণ নিবাসের সভাপতি ডা. আব্দুস সালামের কাছে ফ্রিজটি হস্তান্তর করেন।
ফ্রিজটি হস্তান্তরের অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য মো. কবির খান, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদ, সার্ভেয়ার সফিকুল ইসলামসহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে এই ফ্রিজটি প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর