শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮১

চাঁপাইনবাবগঞ্জে আলীনগর হাজীর মোড়ে মর্মান্তিক রেল দূর্ঘটনা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২  

চাঁপাইনবাবগঞ্জ টু ঈশ্বরদী মেইল ট্রেন স্টেশন হতে ছাড়ার  প্রায় ৩০ সেকেন্ডের মাথায় আলীনগরের হাজীর মোড়ে দক্ষিণ দিক থেকে আসা লসিমনকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় প্রায় পনের থেকে বিশ ফিট পর্যন্ত লাইনের সাথে ঘর্ষন হয় লসিমন সহ ৩ জন।

 

ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে  মারা যায় সকলেই। মৃত ব্যক্তিরা হলেন আমনুরার কেন্দুল গ্রামের  নাইমুল(৩৫) পিতাঃ মানিকচান ও আলীনগর ভূত পুকুরের বাসিন্দা শেহের(৪০) পিতাঃ রইসউদ্দিন এবং ফুলচান(৫০) পিতাঃ গরীবুল্লাহ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ও পুলিশের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভিড় কমিয়ে মৃত ব্যক্তিদের লাশ সদর হাসপাতালের মর্গে নিয়ে যান।

 

এছাড়া উপজেলা চেয়্যারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার সহ অনেক উদ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেন।উল্লেখ্য যে ঠিক একই স্থানে ২০ বছর আগে ফুলচানের মা ট্রেন দূর্ঘটনাতেই মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় উক্ত স্থানে রেল ক্রসিং না থাকায় কয়েকদশক হতে এই ধরনের রেল দূর্ঘটনা হয়ে আসছে ।  বর্তমানে ঐ রাস্তায় দৈনন্দিন চলাফেরা করা মানুষজন ঝুঁকিপূর্ন জীবনযাপন করছে। 

এই বিভাগের আরো খবর