মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬   মাঘ ৬ ১৪৩২   ০১ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলায় এক কর্মকর্তা নিহত, জিম্মি ৩

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬  

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র‍্যাবে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন।

 

র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, হামলায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন এবং সন্ত্রাসীরা র‍্যাবের তিন সদস্যকে জিম্মি করে রেখেছে। তাঁদের উদ্ধারে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে।

 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম জানান, “র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযানে যান। এসময় সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন র‌্যাব সদস্য আহত হন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”

এই বিভাগের আরো খবর