সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫০

গাসিক মেয়র জায়েদার প্রধান উপদেষ্টা হলেন  জাহাঙ্গীর আলম

গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩  

গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমকে নব-নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। 

গাজীপুর সিটি কর্পোরেশনের তৃতীয় পরিষদের প্রথম কর্পোরেশন সভায় সকল কাউন্সিলরের (পরিষদ সদস্য) উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। গাজীপুর সিটির ৮নং ওয়ার্ড (কোনাবাড়ি) কাউন্সিলর মো. সেলিম রহমান নগরমাতার পক্ষে উন্নয়নের গতি বৃদ্ধির লক্ষ্যে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের নাম প্রস্তাব করলে ওই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

এছাড়া সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে দীর্ঘ ২১ মাস বাইরে রেখে উন্নয়ন কাজে বাঁধাগ্রস্থ করায় এবং ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। একই সভায় বিগত সময়ের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের একক সিদ্ধান্তে অবৈধভাবে বেশ কয়েকজন সিটির কর্মকর্তা কর্মচারীর পদন্নোতির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। 

সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেমনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এসএম সফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চীফ রেভিনিউ অফিসার (সিআরও) এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, হাজী মনিরুজ্জামান, মো. মিজানুর রহমান, হাসান হান্নান মিয়া হান্নু, জাহাঙ্গীর আলম, মাসুদুর হাসান বিল্লাল, হেলাল উদ্দিন, মাহবুবুর রশীদ খান শিপু, পারভীন আক্তার, শিরিন আক্তার প্রমুখ। 

সিটির ৫৭টি ওয়ার্ডের সংরক্ষিত সহ মোট ৭৬ জন কাউন্সিলরর মধ্যে ৭০জন সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর