মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩২

গাজীপুরে সরকারি অনুমতি ছাড়া মেলার আয়োজন করেছে সোহাগ

নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩  

গাজীপুরে অনুমোদন না নিয়ে মেলার আয়োজন করেছে সাবেক মেম্বার খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে সোহাগ। অনুমোদন ছাড়া মেলার আয়োজনের খবরে হতবাক সংশ্লিষ্ঠরা।একটি চক্র স্বার্থ হাসিলে এবং নিজেদের প্রভাব বিস্তার করতে  এই মেলার আয়োজন করেছে বলে জানা যায়। কোন প্রকার নাম ছাড়া অনুমতি ছাড়ি সোহাগ এই মেলার আয়োজন কেরেছে বলে জানা যায়।

অভিযোগ রয়েছে মেলার নামে চলে জুয়া, লটারি, সার্কাসসহ নানা বেআইনি কর্মকাণ্ড।কিন্তু প্রশাসনের কোনো অনুমতি নেই। মেলার ব্যাপারে প্রশাসন ও কাউন্সিলর কিছুই জানে না।

২রা আগস্ট বুধবার বিকেল গাজীপুর মহানগরের ২২নং ওয়াড়ের গজারিয়া পাড়া মেম্বার মসজিদের পাশের জমিতে শুরু হয় এই মেলা। মহানগরের এই ওয়ার্ডের সাবেক মেম্বারের ছেলে সোহাগ এই মেলা আয়োজনের মূল হোতা।

স্থানিয়রা জানান একটি মসজিদের পাশে অনুমতি ছাড়া এই ধরনের মেলার আয়োজনে আমরা হতবাক। তারা নিজেদের প্রভাব বিস্তার করতে এবং ক্ষমতার দাপট দেখাতে এই ধরনের মেলার আয়োজন করেছে।আমরা প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে অতি দ্রুত এই মেলা বন্ধের উদ্যোগ নেয়।

এই মেলার বিষয়ে স্থানীয় কাউন্সিলর মোসারফ হোসেন জানান, আমার মেয়াদ এখনো দের মাস আছে। তারা মেলার আয়োজনের বিষয়ে আমার কাছ থেকে কৌন প্রকার অনুমতি নেয় নাই।তাই আমি মেলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিচ্ছি।

মেলার বিষয়ে মহানগর সদর থানার অফিসার ইনচার্জ এর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, আমরা মেলার বিষয়ে অবগত নই এবং মেলা আয়োজনে কোন প্রকার অনুমতি দেওয়া হয় নাই।তাই আমরা অতি দ্রুত এই মেলার বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।

এই বিভাগের আরো খবর