সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৪

ক্যাটওয়াক করার সময় মডেলের মৃত্যু (ভিডিও)

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯  

ব্রাজিলে র‍্যাম্পে ক্যাটওয়াক করার সময় মারা গেলেন এক তরুণ মডেল। গতকাল শনিবার সাও পাওলোর এক ফ্যাশন শোতে ঘটেছে এ ঘটনা। নিহত র‍্যাম্প মডেলের নাম টেলস সোয়র্স।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ছিল ফ্যাশন সপ্তাহের শেষ দিন। চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। মায়াবী আলোর স্টেজের দর্শকাসনে ছিলেন ফ্যাশন বিশেষজ্ঞরা। ক্যাটওয়াক শুরু হলো র‌্যাম্পে। ক্যাটওয়াক করতে গিয়ে র‍্যাম্পে লুটিয়ে পড়েন টেলস।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ক্যাটওয়াক করে স্টেজে ফেরার সময় পড়ে যান টেলস। এরপরই স্টেজে ছুটে আসেন উদ্যোক্তরা। সঙ্গে সঙ্গেই টেলসকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে মারা যান ওই মডেল।

তবে তার মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। টেলসের আকস্মিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে উদ্যোক্তরা।

এই বিভাগের আরো খবর