সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

কালীগঞ্জে পোনা মাছ অবমুক্তকরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

সারাদেশের ন্যায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে কালীগঞ্জে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার (২০ আগস্ট) দুপুরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামীলগের সভাপতি মেহের আফরোজ চুমকি । উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদীর নলী ব্রীজ সংলগ্ন বিলে বিভিন্ন প্রজাতির দেশীয় পোনা মাছ অবমুক্ত করেন । সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, ’দেশীয় মাছ সংরক্ষন করা আমাদের সকলের দায়িত্ব। কারেন্ট ও ম্যাজিক জাল দিয়ে যাতে কেউ মাছের পোনা ধংস করতে না পারে সেদিকে সবাইকে নজর দিতে হবে’। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এডভোকেট মাকসুদ উল আলম মাসুদ, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, উপজেলা আওয়ামীললীগের সাধারন সম্পাদক আবু বকর চৌধুরী, বক্তারপুর ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক মজিবুর রহমান পলাশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি উপজেলার মোক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেন।

এই বিভাগের আরো খবর