বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪   আশ্বিন ২৫ ১৪৩১   ০৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০২

কাফনের কাপড় পরে গণভবন ঘেরাওয়ের ঘোষনা বেসরকারি প্রাথমিক শিক্ষকদের

আবু নাঈম নোমানঃ

প্রকাশিত: ৬ জুন ২০২৪  

জাতীয়করণ থেকে বাদ পড়া সারাদেশের ৪১৫৯ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

৫ ও ৬ জুন জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বক্তারা বলেন, বাঙালি জাতির শিক্ষার ভিত্তি মজবুত করার জন্য ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেইসঙ্গে তিনি জানান, আজ থেকে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, জাতীয়করণের সময় যে পরিসংখ্যান করা হয়েছিল সেই পরিসংখ্যান  যথাযথভাবে না হওয়াতয় ৪১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়।

 

অবস্থান কর্মসূচিতে বক্তারা আরও বলেন,  আমরা ৭শতাধিক শিক্ষক নিয়ে ৫ ও ৬ তারিখ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি। সরকারের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে কারো কোন সাড়া শব্দ এখন পর্যন্ত পাইনি।

আমরা আগামীকাল (৭ ও ৮ জুন) থেকে কাফনের কাপড় পরে গণঅনশন করবো। তারপরও আমাদের দাবী মেনে না হলে প্রয়োজনে আমরা গণভবন ঘেরাও করবো।

এই বিভাগের আরো খবর