মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯০

করোনার সময় কর্মসংস্থান বেড়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

করোনার সময় দেশে কর্মসংস্থান কমেনি বরং বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

করোনার সময় দেশে কর্মসংস্থান কমেনি বরং বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি বলেন, করোনার সময় শহর ছেড়ে অনেকে গ্রামে গিয়ে মাছ, সবজি চাষ করেছে। অনেকে মিষ্টি কুমড়া চাষ করেছে। লেবার সেইভাবে কমেনি। নারীর কর্মসংস্থান বেড়েছে।
বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত "শ্রমশক্তি জরিপ ২০২২"-এর প্রভিশনাল রিপোর্টে এ চিত্র উঠে এসেছে বলে জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুন->>> দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার
এদিন আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে বিবিএস। বেকারত্বের এই হিসাব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেয়া মানদণ্ড অনুযায়ী করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
বিবিএস জানায়, দেশে এখন বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে,  আগে যা ছিল ৪ দশমিক ২ শতাংশ। বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে বেকার পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার আর বেকার মহিলার সংখ্যা ৯ লাখ ৪০ হাজার।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, করোনার সময় কর্মসংস্থান ও দারিদ্র্য কমেছে। সরকার বিশেষ কিছু পদক্ষেপ নেয়ার কারণে কর্মসংস্থান বেড়েছে। করোনার সময় ২০ শতাংশ থেকে দারিদ্র্য কমে ১৬ শতাংশ হয়েছে। সরকার বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ দিয়েছে। আপনারা গভীরে গেলেই বুঝবেন দারিদ্র্য কমেছে।

এই বিভাগের আরো খবর