সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৩

আসিফ-এভ্রিলের ‘যা পাখি’

প্রকাশিত: ১১ মে ২০১৯  

ঈদকে সামনে রেখে নতুন গান প্রকাশ করলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ‘যা পাখি’ শিরোনামের এই গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পাপড়ি। আর মিউজিক ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল।

গানটির ভিডিও নির্মাণ করেছেন ওসমান মিরাজ। মাহমুদ জুয়েলের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ।

নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ঈদ উপলক্ষে আমার বেশকিছু গান প্রকাশ পাবে। এর মধ্যে “যা পাখি” একটি। কথা, সুর-সংগীত সব মিলিয়ে গানটি বেশ হয়েছে। ভিডিওটিও দারুণ হয়েছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়া হাউজের ইউটিউব চ্যানেলে গতকাল গানটি প্রকাশ করা হয়।

এই বিভাগের আরো খবর