সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৫

অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওসির পুরুষ্কার পেলেন রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩  

আরএমপি`র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওসির পুরুষ্কার পেলেন রুহুল আমিন। 

আরএমপি`র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওসির পুরুষ্কার পেলেন রুহুল আমিন। 

গত ৮ অক্টোবর রবিবার ২০২৩ খ্রিস্টাব্দ পূর্বাহ্ণে আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি'র সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার।  

 

অপরাধ পর্যালোচনা সভায় বরাবরের মত এ মাসেও পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ২২ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। প্রতি মাসেই তিনি কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন। এবারের পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরুষ্কৃত হলেন মতিহার থানার অফিসার ইনচার্জ জনাব রুহুল আমিন। আরএমপি বিভিন্ন বিষয়ের ওপর পর্যালোচনা করে পুরুষ্কৃত করে।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অপরাধ পর্যালোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

এই বিভাগের আরো খবর