ব্রেকিং:
বিপিএল কবে, জানাল বিসিবি ফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

বুধবার   ০২ জুলাই ২০২৫   আষাঢ় ১৭ ১৪৩২   ০৬ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১০

ময়মনসিংহে গাঁজা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১  

১। মুর্শিদুর রহমান লিমন (৩২), পিতা-আঃরহমান, মাতা- রশিদা রহমান,  সাং-২৭৬/৭ পূর্ব গৌরীপুর  ০৭নং ওয়ার্ড, শেরপুর পৌরসভা, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর,  A/P সাং- রঘুরামপুর জনৈক প্রশান্ত কুমার (৫৫) থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই(নিঃ)  মোঃহাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২২ নভেম্বর  ২০২১ তারিখ ১০.৩৫ ঘটিকার সময় মুক্তাগাছা থানাধীন বাশাটি থেকে ২৮ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ২। মোঃ জহিরুল ইসলাম ওরফে কাউছার  (২৮),  পিতা- মৃত শহিদুল ইসলাম ওরফে শহিদ, মাতা-মোছাঃ জাহানারা খাতুন ওরফে হেপি, সাং-পয়ারকান্দি, ৩। মোঃ শহিদ (৩৫), পিতা-মৃত আঃ হালিম, মাতা-মোছাঃ সুফিয়াবেগম, সাং-দরগারপাড়, উভয় থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহদের কে গ্রেফতার করা হয়।

৩ মাদক ব্যাবসায়ী ও ১ কেজি গাঁজা এবং ২৮ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানা ও মুক্তাগাছা থানায় পৃথক ০২টি মামলা দায়ের করা হয়। আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর