বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’ — শুভশ্রী গাঙ্গুলী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫  

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং টলিউডের কাজের পরিবেশ নিয়ে খোলামেলা কথা বলেছেন। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মতোই তিনিও মাতৃত্বের পর নিজের কাজের সময়সূচি নির্ধারণ করেছেন বলে জানান।

 

দীপিকা সম্প্রতি দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসেন। এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘দীপিকার অনেক আগেই আমি মা হয়েছি। মা হওয়ার পর থেকেই আমি নিজের সময় অনুযায়ী কাজ করি, এবং আমার এই সিদ্ধান্তকে সবাই শ্রদ্ধা করেছেন।’

 

তিনি আরও যোগ করেন, ‘আমরা টলিউডে খুব সীমিত বাজেট আর সময়ের মধ্যে কাজ করি। তবু আমি কখনো কোনো সমস্যায় পড়িনি। পরিচালক ও প্রযোজকেরা আমার শর্ত মেনেই কাজ করেছেন। কেউ প্রশ্ন তোলেননি, আবার কোনো কাজ থেকেও আমি বাদ পড়িনি।’

 

শুভশ্রী জানান, মুম্বাই ও টালিগঞ্জের কাজের পরিবেশ এক নয়। মুম্বাইয়ে অনেক সুযোগ-সুবিধা থাকলেও টলিউডে সবাইকে সীমিত সম্পদের মধ্যেই কাজ করতে হয়।

 

নিজের অভিজ্ঞতা থেকেই তিনি বলেন, ‘আমরা হয়তো আলাদা পরিস্থিতিতে কাজ করি, কিন্তু শ্রদ্ধা আর বোঝাপড়ার জায়গাটা থাকলে সবই সম্ভব।’
 

 

এই বিভাগের আরো খবর