বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

শেখ হাসিনার আসন থেকে নির্বাচন করতে চান হিরো আলম

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন 

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫  

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও চমক দিয়েছেন। এবার তিনি ঘোষণা দিয়েছেন–জনগণ সাহস দিলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসন গোপালগঞ্জ-৩ থেকে নির্বাচন করবেন।

 

বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হিরো আলম লেখেন, “জনগণ সাহস দিলে গোপালগঞ্জ শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চাই। গোপালগঞ্জের লোক কি আমাকে ভোট দেবেন?”–এর মাধ্যমে তিনি সরাসরি ওই এলাকার মানুষের প্রতি আহ্বান জানান।

 

হিরো আলম বলেন, রাজনীতিতে আসার একমাত্র উদ্দেশ্য জনগণের সেবা করা। তিনি বিশ্বাস করেন, গোপালগঞ্জবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে ওই অঞ্চলেও পরিবর্তনের বার্তা পৌঁছানো সম্ভব।

 

এর আগে তিনি বগুড়া-৪ ও ঢাকা-১৭ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ঢাকা-১৭ আসনে তার প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দলের প্রার্থীর সঙ্গে। অন্যদিকে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়বেন তিনি।

 

হিরো আলম বলেন, “আমার নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু করেছি। ঢাকায় প্রার্থিতা ঘোষণার পর অসংখ্য মানুষ ফোন দিয়ে উৎসাহ দিয়েছে। জনগণের আগ্রহ দেখে মনে হয়েছে–আমি কেন একাধিক আসন থেকে লড়ব না?”

 

তিনি আরও জানান, তিনি বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা করছেন। যদি সমঝোতা হয়, তবে কোনো একটি দলের হয়ে প্রার্থী হবেন; অন্যথায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মাঠে থাকবেন।

অন্যদিকে, বগুড়া-৪ আসনে বিএনপি থেকে মোশারফ হোসেনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এ আসনে আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

 

এই বিভাগের আরো খবর