বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫  

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

 

বুধবার সকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের শ্রমিকদের বৈধ পরিচয়পত্রবিহীন অবস্থান ও অনুমতি ছাড়া কাজের অভিযোগে আটক করা হয়। রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে ১৬৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক, বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

 

প্রায় চার ঘণ্টা চলা অভিযানে মোট ২১৯ জন শ্রমিক যাচাই করা হয়, যাদের মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়। অভিযানের সময় কিছু শ্রমিক বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের আড়ালে এবং কারখানার পণ্য স্তূপের নিচে লুকিয়ে থাকার চেষ্টা করেছিল, কিন্তু সবাইকে গ্রেফতার করা হয়েছে।

 

আটককৃতদের বর্তমানে নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানটি মালয়েশিয়ার শ্রমবাজারে অননুমোদিত বিদেশি শ্রমিকের সংখ্যা কমানোর লক্ষ্য নিয়ে ইমিগ্রেশন বিভাগের চলমান কার্যক্রমের অংশ।
 

 

এই বিভাগের আরো খবর