মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৯ ১৪৩২   ২১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৮

ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ আটক দুজন

ফরিদপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১  

ফরিদপুর পৌরসভার পশ্চিম আলীপুরের খোকা পীরের বাড়ির সামনের একটি বাড়ি থেকে ১০ কেজি ১শ গ্রাম গাঁজা সহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (৬/১/২০২১) দুপুর সোয়া ১২টার সময় জেলা গোয়েন্দা পুলিশ এর অফিসার ইনচার্জ ও এসআই মোঃ আইয়ুব আলী এর নেতৃত্বে তাদের আটক করা হয়। এরা হলেন পশ্চিম আলীপুরের মোঃ মাসুদ আহম্মেদ(৫৩) ও শেখ নূর মোহাম্মদ(৩৫)।    

জেলা গোয়েন্দা পুলিশ এর অফিসার ইনচার্জ সুনীল কুমার কর্মকার জানান, বুধবার পৌনে ১২টার সময় টেপাখোলা এলাকায় মাদকদ্রব্য অভিযান পরিচালনা করা কালে খবর পায় পশ্চিম আলীপুরের খোকা পীরের বাড়ির সামনে একটি বাড়ি গাঁজা সহ ব্যবসায়ীরা অবস্থান করছে। খবর পেয়ে ওই এলাকায় মোঃ মাসুদ আহম্মেদ এর বাড়ি অভিযান চালিয়ে ১০ কেজি ১শ গ্রাম গাঁজা সহ মোঃ মাসুদ আহম্মেদ ও শেখ নূর মোহাম্মদ নামে দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি বলেন তাদের দুজনের বিরুদ্ধে মাদক মামলায় রুজু করে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরো খবর