শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৯ ১৪৩২   ২২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

`ব্যাচেলর পয়েন্ট`-এ নতুন উত্তাপ: চমক নিয়ে ফিরলেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। দর্শকদের সব কৌতূহলের অবসান ঘটিয়ে এই সিরিজে ‘স্পর্শ’ চরিত্রে তাঁর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, যা বিনোদন অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

 

 

'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫' শুরু থেকেই নতুন নায়িকাকে ঘিরে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছিল।

গত মাসে স্পর্শিয়াকে দেখানো হলেও তাঁর চরিত্র নিয়ে রহস্য রাখা হয়েছিল এবং একবার শুধু তাঁর পেছন দিকের একটি ছবি প্রকাশ করা হয়েছিল। অবশেষে ১১ ডিসেম্বর জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'বঙ্গ'-তে চ্যাপ্টার ৭ প্রকাশের পর নিশ্চিত হয় যে, আলোচিত সেই মুখটিই হলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

 

 

স্পর্শিয়া এই সিরিজে ব্যাচেলর ফ্ল্যাটের ওপর তলার নতুন ভাড়াটিয়া হিসেবে আগমন করেছেন। 'স্পর্শ' চরিত্রের এই আকস্মিক আগমন পুরো সিরিজের গল্পে একটি নতুন দিক ও রহস্যের সঞ্চার করবে বলে মনে করছেন দর্শক ও সমালোচকরা।

 

 

বাংলাদেশের তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে নিজস্ব স্টাইল, চরিত্র বাছাইয়ে সচেতনতা এবং অভিনয়ের গভীরতার কারণে স্পর্শিয়া ইতোমধ্যে নিজস্ব একটি জায়গা তৈরি করে নিয়েছেন।

তাঁর এই সিরিজে প্রত্যাবর্তনকে দর্শকরা তাই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন। ধারণা করা হচ্ছে, তাঁর চরিত্রটি ব্যাচেলরদের জীবনে বড় কোনো মোড় আনতে পারে।

এই বিভাগের আরো খবর