শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৯ ১৪৩২   ২২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

কলকাতায় একই ফ্রেমে মেসি–শাহরুখ, মুহূর্তেই ভাইরাল দুই মহাতারকা

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫  

কলকাতা দিয়ে শুরু হওয়া লিওনেল মেসির ভারত সফরের প্রথম দিনেই তৈরি হয়েছে আলোড়ন। ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি ও বলিউড কিং শাহরুখ খানের সাক্ষাৎ মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। দুই ভিন্ন জগতের দুই আইকনকে একই ফ্রেমে দেখা যেন ভক্তদের জন্য ছিল এক স্বপ্নের দৃশ্য।

 

শুক্রবার একটি বন্ধ দরজার বিশেষ অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন মেসি। এ সময় মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ ও আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পল। অতিথি ও আয়োজকদের সামনে হাসি, কুশল বিনিময় আর করমর্দনের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে ওঠে সেই মুহূর্ত। মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর প্রথম দিনের অন্যতম আকর্ষণ হিসেবেই বিবেচিত হচ্ছে এই সাক্ষাৎ।

 

এদিকে কলকাতায় মেসিকে ঘিরে উন্মাদনার কোনো কমতি নেই। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের ভিড় দেখা গেছে। বিশেষ করে সল্ট লেক স্টেডিয়ামের কাছে স্থাপিত মেসির ৭০ ফুট উঁচু লোহার মূর্তিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মূর্তিটি দেখতে সকাল থেকেই মানুষের ঢল নামে।

 

নিরাপত্তাজনিত কারণে মেসি সরাসরি উপস্থিত থেকে মূর্তির উদ্বোধন করতে না পারলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ভার্চুয়ালি এই উদ্বোধনে যুক্ত হয়েছেন। মূর্তিকে ঘিরে সাংস্কৃতিক আয়োজন ও নানা কর্মসূচি চলমান রয়েছে, যেখানে ভক্তদের উপস্থিতি ক্রমেই বাড়ছে।

 

এক দশকেরও বেশি সময় পর এটি লিওনেল মেসির প্রথম ভারত সফর। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক কলকাতার পর ভারতের আরও কয়েকটি শহর সফর করবেন। মেসির আগমন ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে, আর সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে মেসি–শাহরুখের এই বহুল আলোচিত সাক্ষাৎ।

এই বিভাগের আরো খবর