শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৯ ১৪৩২   ২২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

ওসমান হাদির ওপর হামলা: ‘ভিন্নমতের জবাব রক্তে নয়’, ফেসবুকে তাসরিফ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫  

আলোচিত রাজনীতিবিদ ও সমাজসেবক ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় এবার সরব হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি, হাদির জনকল্যাণমূলক উদ্যোগগুলোর প্রশংসা করে তিনি রাজনীতির মাঠে সহনশীলতার ডাক দিয়েছেন।

 

 

আজ শনিবার দুপুরে দেওয়া ওই পোস্টে তাসরিফ খান লেখেন, “রাজনীতি আমি বুঝি না, বুঝতেও চাই না। কিন্তু একজন মানুষ যখন এলাকার তরুণদের জন্য স্টেডিয়াম বানানোর স্বপ্ন দেখেন, শিক্ষার প্রসারে কাজ করেন, তখন তাকে সম্মানের চোখে দেখা উচিত। মতের অমিল থাকতেই পারে, তাই বলে ভিন্নমতের জবাব কি রক্ত দিয়ে দিতে হবে?”

 

তিনি আরও যোগ করেন, “ওসমান হাদি ভাইয়ের ওপর যে হামলা হয়েছে, তা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে প্রতিপক্ষকে ঘায়েল করা হবে যুক্তি দিয়ে, লাঠি বা অস্ত্র দিয়ে নয়।”

 

 

তাসরিফ খানের এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশেষ করে তরুণ নেটিজেনরা তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন। মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন যে, ওসমান হাদির মতো যারা যুবসমাজের উন্নয়নে কাজ করতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

একজন ভক্ত কমেন্টে লিখেছেন, “তাসরিফ ভাই ঠিক বলেছেন। ভালো কাজের বিরোধিতা যারা করে, তারা দেশের শত্রু।”

 

 

উল্লেখ্য, গত সপ্তাহে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন ওসমান হাদি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর থেকেই বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হচ্ছে। এর মধ্যেই স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়ে বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছিলেন হাদি।

তাসরিফ খান সাধারণত সামাজিক অসঙ্গতি ও মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। ওসমান হাদির পক্ষে তার এই অবস্থান ভক্তদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরো খবর