মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩২

‘প্রশাসন ছাড়াই বিএনপিকে মোকাবিলার শক্তি আ.লীগের আছে’

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২ জুন ২০২২  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিসহ ছোট দলগুলো যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তা সফল হতে পারবে না।
বৃহস্পতিবার (২ মে) সকালে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়ায় ঔষধি গ্রাম পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন।


এ সময় আব্দুর রাজ্জাক বলেন, বিএনপিকে অতীতেও মোকাবিলা করা হয়েছে। তাই বিএনপিকে প্রশাসন ছাড়াই মোকাবিলা করার শক্তি আওয়ামী লীগের আছে।
আরও পড়ুন: দেশের মানু‌ষের অভাব নেই, দেশ‌বিরোধী‌দের ঘুম নেই: কৃষিমন্ত্রী
 
আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে আব্দুর রজ্জাক বলেন, প্রতি তিন বছর অন্তরই আওয়ামী লীগের সম্মেলন হয়।দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী সম্মেলন কোনোক্রমেই তিন বছর পার করেন না। তাই আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে দল আরও সুংগঠিত হবে।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-২ (নাটোর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

এই বিভাগের আরো খবর