শনিবার   ২৭ জুলাই ২০২৪   শ্রাবণ ১১ ১৪৩১   ২০ মুহররম ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯২

নারী বিদ্বেষী ইস্যুতে বিসিবিকে যা বললেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

আন্তর্জাতিক অভিষেকের দিন কয়েকের ব্যবধানে মুদ্রার দুপিঠই দেখলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স যেমন দেশের পাশাপাশি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে তেমনি ফেসবুকের পুরনো কিছু পোস্টের জেরে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। অবস্থা এতটাই বিব্রতকর যে, তাকে ক্ষমা চাইতে হয়েছে এবং বিসিবির পক্ষ থেকে ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস বলেন, ‘সে (তানজিম) বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট আর না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে।’

বিতর্কিত পোস্ট নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘একটা কথা এসেছে নারীদের ব্যাপারে। নারীদের ব্যাপারে যেসব পোস্ট ছিল, সে বলেছে আমি এটার দায়-দায়িত্ব নিচ্ছি। আমি নারীবিদ্বেষী নই। সমালোচনাকারীদের দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে সে।’

জালাল ইউনুস আরও যোগ করেন, ‘সে (তানজিম) একটা বড় কথা বলেছে। সে বলেছে সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে, আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোন ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব।’

তানজিম সাকিব ভবিষ্যতে এমন কিছুর পুনরাবৃত্তি করলে ব্যবস্থা নেবে বিসিবি। এমনটাই জানিয়েছেন জালাল, ‘তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এই বিভাগের আরো খবর