ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫   আষাঢ় ২৪ ১৪৩২   ১২ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৯০

ট্রেন টিকেট হ্যাকার ধরে পুরস্কৃত হলেন জসিম উদ্দিন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১  

ট্রেন টিকেটে ক্রয়ে অনেক আগেই এসেছে ডিজিটাল পদ্ধতি। সে সুবাদে মানুষ ঘরে বসেই কিনিতে পারছে ট্রেন টিকেট। ব্যাংক একাউন্ট বা মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করে সহজেই পরিশোধ করা যাচ্ছে ক্রয়কৃত টিকেটের মূল্য। আর এই সুযোগটাই নিচ্ছে কিছু অসাধু চক্র। অন্যার ব্যাংক একাউন্টের কার্ড হ্যাক করে অনলাইনে টিকেট ক্রয় করে, তা আবার কাউন্টারে ফেরত দিয়ে মানুষের অজান্তেই হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এইরকম কিছু মানুষকে টিকেট ফেরত দিতে দেখে সন্দেহ করে এবং তা বুঝতে পেরেই কিছুদিন যাবত চট্টগ্রামের সকল বুকিং সহকারীরা ছিলেন তৎপর। গত দুইদিন আগে এই চক্রের একজন যে হাতে নাতে ধরে পুরস্কৃত হলেন জসিম উদ্দিন।

সেই সুবাধে চট্টগ্রাম ডিবিশনের পক্ষ থেকে জসিম উদ্দিনের হাতে সম্মানি তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিসিও চট্টগ্রাম, এসিও চট্টগ্রাম, স্টেশন মাস্টার এবং প্রধান বুকিং সহকারী সহ অন্যান্য  সকল বুকিং সহকারী বৃন্দ।

এই বিভাগের আরো খবর