বুধবার   ৩১ মে ২০২৩   জ্যৈষ্ঠ ১৭ ১৪৩০   ১১ জ্বিলকদ ১৪৪৪

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নসরুল হামিদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার “কাতার ইকোনমিক ফোরাম-২০২৩”-এর বৈঠকের সাইড লাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার “কাতার ইকোনমিক ফোরাম-২০২৩”-এর বৈঠকের সাইড লাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানী মন্ত্রণালয়। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানী প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি। এসময় দু’দেশের মধ্যে জ্বালানী সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।  

প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে কাতার থেকে বিদ্যমান চুক্তির অতিরিক্ত বার্ষিক আরও এক থেকে দুই মিলিয়ন টন এলএনজি আমদানির বিষয়ে কাতার সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে।

এই বিভাগের আরো খবর