শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩১

৭ মাসের বকেয়া দাবিতে রেশম শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

রাজশাহীতে সাত মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শ্রমিকরা।
রোববার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছেন তারা।
আরও পড়ুন: গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ছেলে হত্যার বিচার চাইলেন মা 

শ্রমিকরা জানান, রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১৯ জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। প্রতিদিন তারা জনপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা বেতন পান। কিন্তু গত সাত মাস ধরে তাদের বেতন বন্ধ আছে। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
শ্রমিকরা আরও জানান, বকেয়া বেতন নিয়ে তারা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও কাজ হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, রেশম বোর্ড যেদিন বেতন দেবে সেদিন তাদের বেতন দেওয়া হবে।jagonews24

আরও পড়ুন: সরিষাবাড়ীতে ইউএনওর অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল 

এদিকে বেতন পরিশোধ করা না হলে শ্রমিকরা পুরোপুরি কর্ম বিরতিতে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন- রেশম শ্রমিক সামসুল ইসরাম, আব্দুল মালেক, মো. খালেক, আব্দুল কুদ্দুস, মো. আসাদুল ইসলামসহ আরও অনেকে।

আরও পড়ুন: পরিচ্ছন্নতাকর্মীদের ঘর ভেঙে গ্যারেজ করার উদ্যোগ, সড়ক অবরোধ 

এ বিষয়ে বাংলাদেশ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারেগপ্রই) ভারপ্রাপ্ত পরিচালক কাজী রফিকুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইরে তার সহকারী জানান, তিনি জুম মিটিংয়ে ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।

এই বিভাগের আরো খবর