শনিবার   ০১ নভেম্বর ২০২৫   কার্তিক ১৬ ১৪৩২   ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

১৭০ আসনে এনসিপির খসড়া প্রার্থী তালিকা প্রস্তুত

মোঃ নাজমুল হুদা

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫  

তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল **জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)** আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি প্রস্তুতি জোরদার করেছে। দলটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ধরে নিয়ে তারা দেশজুড়ে কার্যক্রম চালাচ্ছে। ইতোমধ্যে **১৭০টি আসনে প্রার্থীর খসড়া তালিকা**ও প্রস্তুত করেছে এনসিপি।

 

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি এবার **স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত** নিয়েছে। তৃণমূলে ইতোমধ্যে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিক জোটে না গেলেও **অভিন্ন রাজনৈতিক এজেন্ডা ও বোঝাপড়ার ভিত্তিতে** কিছু আসনে প্রার্থী মনোনয়নের সম্ভাবনা রয়েছে।

 

এনসিপিকে জোটে নিতে আগ্রহী বিএনপি ও জামায়াত উভয় দলের সঙ্গেই তাদের যোগাযোগ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, তারা জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনি জোটে যেতে চান না।

 

এক যুগ্ম আহ্বায়ক যুগান্তরকে বলেন, “বিএনপি চাইছে এনসিপি যেন জামায়াতের জোটে না যায়। এজন্য ঢাকাসহ অন্তত ২০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছে বিএনপি। এমনকি সরকার গঠন হলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখার কথাও বলা হচ্ছে।” তবে দলটির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

**এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব** বলেন, “বেশিরভাগ নেতাকর্মী চায় আমরা স্বতন্ত্র অবস্থান বজায় রাখি। আসন সমঝোতার বিষয়টি আমরা সমর্থন করি না। তবে অভিন্ন এজেন্ডা ও রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হতে পারে।”

 

দলীয় সূত্রে আরও জানা যায়, আহ্বায়ক **নাহিদ ইসলাম** রাজধানীর সবুজবাগ-মতিঝিল বা ডেমরা এলাকা (ঢাকা-৯ বা ১১ আসন) থেকে নির্বাচন করতে পারেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক **আরিফুল ইসলাম আদিব** লড়বেন মিরপুর থেকে। এছাড়া **ডা. তাসনিম জারা** ঢাকা-৩ (কেরানীগঞ্জ), **নাসীরুদ্দীন পাটওয়ারী** উত্তরা, **আখতার হোসেন** রংপুর, **সারজিস আলম** পঞ্চগড়, **হাসনাত আবদুল্লাহ** কুমিল্লা, **সামান্থা শারমিন** ও **নাহিদা সারোয়ার নিভা** রাজধানী ও আশপাশের বিভিন্ন আসন থেকে লড়বেন বলে জানা গেছে।

 

দলটির নেতারা মনে করেন, জুলাইয়ের আন্দোলনে দেশের মানুষ রাজনৈতিক পরিবর্তনের আশায় রাজপথে নেমেছিল, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি। তাদের মতে, এনসিপিকে টিকে থাকতে হলে বিদ্যমান রাজনৈতিক স্টাবলিশমেন্টের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে হবে** এবং কোনো দলীয় জোটে না গিয়ে স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে হবে।
 

 

এই বিভাগের আরো খবর