শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩২

১০ লাখ টাকা মুক্তিপণ নিতে এসে র‌্যাবের হাতে আটক অপহরণকারী

টেকনাফ প্রতিনিধি 

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮  

টেকনাফে র‌্যাবের অভিযানে অপহৃত মো. লুৎফর রহমান কাজলকে(১৮) উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে অপহরণকারী চক্রের সদস্য মোঃ নুরুল আলমকে (২৮)। উদ্ধারকৃত কাজল উখিয়া উপজেলার জালিয়াপালং ইউপির মোহাম্মদ শফির বিল এলাকার দুদু মিয়ার ছেলে। আর অপহরণকারী টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার মৃত কবির আহাম্মদের ছেলে।

র‌্যাব জানায়, গত ২ নভেম্বর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউপির মোহাম্মদ শফির বিল এলাকার মো. নুর হোছন বুলু তার ছেলের অপহরণের বিষয়ে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। 

তিনি জানান, অপহরণকারীরা মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় গলা কেটে হত্যার হুমকি দেয় তারা। পরে অপহৃতের পরিবার কোন উপায় না পেয়ে উখিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরিসহ কক্সবাজার র‌্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দাদের তৎপরতায় অপরহণকারীরা মুক্তিপণের টাকা সংগ্রহে টেকনাফের হ্নীলা রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকায় আসার খবরে র‌্যাব সেখানে অবস্থান নিয়ে অপহৃতকে উদ্ধার করে।

র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পে ইনর্চাজ মেজর মো. মেহেদী হাসান বলেন, গত শুক্রবার সন্ধায় তারই নেতৃত্বে র‌্যাবের একটি দল টেকনাফের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। এ সময় অপহরণকারী চক্রের সদস্যরা ভিকটিমসহ মুক্তিপণের টাকা আদায় করতে আসলে র‌্যাব সদস্যরা আবুল আলম ডাকাত দলের সক্রীয় সদস্য মোঃ নুরুল আলমকে আটক করে এবং ভিকটিম মো. লুৎফর রহমান কাজলকে উদ্ধার করতে সক্ষম হয়। এতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্য অপহরণকারীরা দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আটক অপহরণকারী এবং উদ্ধারকৃত ভিকটিমকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জসিম মাহমুদ,টেকনাফ প্রতিনিধি    
 

এই বিভাগের আরো খবর