বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৬

হাবাসপুরে শীতার্তদের মধ্যে এমপি জিল্লুল হাকিম এর কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

শীতার্ত মানুষের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।

ইতি মধ্যে পাংশা কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার সকল ইউনিয়নে শীতের কম্বল প্রদান করেছেন তিনি নেতা কর্মীদের মাধ্যমে। এরই মধ্যে ২য় ধাপে শীতার্তদের মধ্যে পূনরায় শীতবস্ত্র বিতরনের উদ্দ্যোগ নিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, নিজ অর্থায়নে এ মহান কাজটি তিনি নেতা কর্মীদের মাধ্যমে করে চলছেন। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ কালে পাংশা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য গোবিন্দ কুন্ডু, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান আল মামুন খান, ইউপি সদস্য তুহিন, হাবাসপুর ইউনিয়ন আ.লীগের প্রচার সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, আব্দুল মতিন, আবুল কাশেমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর