শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২০

হবিগঞ্জে বাসচাপায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩  

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায়
শাহিদা বেগম (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৪
জানুয়ারি) সকালে সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের
দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
শাহিদা বেগম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আব্দুর নুরের
স্ত্রী। 
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নবীগঞ্জ উপজেলার বাউসা
ইউনিয়নের বদরদী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন
শাহিদা বেগম। আইনগাঁও এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময়
হবিগঞ্জ থেকে সিলেটগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’
পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ
হারান শাহিদা। এরপর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। পরে
‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ পরিবহনের অন্য একটি বাস
আটকে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় আধাঘণ্টা
মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী
মোহাম্মদ শাহনওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাইওয়ে পুলিশশনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব
জানান, বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। ঘাতক বাসটি
 

এই বিভাগের আরো খবর