বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬   পৌষ ২৩ ১৪৩২   ১৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭৫

স্বপ্নতরীর স্বপ্ন পূরণের প্রচেষ্টা!

আরাফাত হোসেন রাজিব, মধুখালী প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

ফরিদপুরের মধুখালীর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরীর যাত্রা শুরু ২০১৮ সালে। নানা প্রতিকূলতার মধ্যদিয়ে সংগঠনটি তাদের কাজের ধারা অব্যহত রেখেছে।তারই ধারাবাহিকতায় উপজেলার বাগাট ইউনিয়নের হযরত ইয়াকুব আলী ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় উপহার সামগ্রী প্রদান করেছে সংগঠনটি। সংগঠনের সভাপতি মোহাম্মাদ হাসিব শেখ, সাধারন সম্পাদক সাদী আব্দুল্লাহ্ জামান, সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক পল্লব রায়, সদস্য সাকিবুজ্জামান, অপু,  নাহিদ হাসান প্রমুখ উপস্থিত থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে উপহার সামগ্রী হিসেবে কোরআন শরীফ, খেজুর, চাউল, চিনি তুলে দেন। 

মানবিক উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সভাপতি মোহাম্মাদ হাসিব শেখ বলেন, সাধারণত আমরা সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে আমাদের কর্মকান্ড তুলে ধরি। সেই সাথে মানুষের জরুরী প্রয়োজনগুলোও শুনতে চেষ্টা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানতে পেরেছিলাম এই প্রতিষ্ঠানটির কথা। পরবর্তীতে আমরা আমাদের সামর্থ অনুসারে তাদেরকে সহযোগিতার করেছি। 

সংগঠনটির সাধারণ সম্পাদক সাদী আব্দুল্লাহ্ জামান বলেন, মাদ্রাসাটি ব্যক্তি উদ্যোগে পরিচালিত হওয়ায় এখানে নানা সংকট বিদ্যমান। মাদ্রাসার শিক্ষক মোঃ ইয়াকুব আলি জানান মাদ্রাসার জন্য একটি মাইক সেট এবং একটি নলকূপের প্রয়োজন। আমরা তাকে আশ্বস্ত করেছি তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণের। 

এই বিভাগের আরো খবর