সোমবার   ১০ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৮

সেনাপ্রধানের সঙ্গে কুয়েত আর্মড ফোর্সেস চিফ অব স্টাফের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩  

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েত আর্মড ফোর্সেসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল খালেদ এ এইচ এইচ এম আলকানদারি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয়েই ভাতৃপ্রতিম দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর ওপরে গুরুত্বারোপ করেন। সাত সদস্যের কুয়েতি প্রতিনিধি দলটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালীন কুয়েত সশস্ত্র বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম ও ইউনিফর্ম তৈরির কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাইকরণের পাশাপাশি বর্তমানে কুয়েত সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় সংখ্যক ইউনিফর্ম ক্রয়ের বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কুয়েতি প্রতিনিধি দলের এ সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

এই বিভাগের আরো খবর