সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৮৬

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে জন্ম নিল শিশু

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪  

ঢাকা হইতে চট্টগ্রাম অভিমুখী "সুবর্ণ এক্সপ্রেস" ড বগিতে এক মহিলার প্রসব ব্যথা উঠে পথিমধ্যে তালশহর স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় আল্লাহর রহমতে ট্রেনের মধ্যে বাচ্চা ভূমিষ্ট হয় (নরমাল ডেলীভারী) সম্পন্ন হয়।

 

সুবর্ণ ট্রেন যখন ভৈরব বাজার স্টেশন অতিক্রম করে তখন ঢাকা কন্ট্রোল অফিস থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার কে অবগত করে যে ট্রেনে - ড কোচে একজন মহিলা প্রসবব্যাথা বাচ্চা ডেলিভারি হবে ট্রেন যেনো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই মহিলা যাত্রীকে, কন্ট্রোল এই ও বলে দিয়েছে দ্রুত একটি সিএনজি রেডি করে রাখতে স্টেশনে।

 

ট্রেন তালশহর স্টেশন অতিক্রম করার সময় ই বাচ্চা সহিসালামতে ভূমিষ্ট হয়, তারপর ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আউটারে দাঁড়িলে পূর্বে থেকে রেডি করে রাখা সিএনজি দিয়ে হাসপাতালে পৌঁছে দেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পয়েন্টম্যান শাহরিয়ার হোসেন ইমন এবং স্টেশনে প্লাটফর্মে একজন দোকানদার মোঃ ডালিম।

 

এই সময় স্টেশনে থাকা আরএনবি শামিম এবং জিআরপি থানা সকল পুলিশ এবং স্টেশনে মাস্টার জসিম সাহেব উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর