বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৫ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৩

সিলেট দক্ষিণ সুরমা তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১  

সিলেটের দক্ষিণ সুরমার ৩নং তেতলী ইউনিয়নের গুরগাঁও গ্রামে শারমিন বেগম (২৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আজম আলীর মেয়ে।

বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ শারিমন বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওইদিন সকালে নিজ বসত কক্ষে শারমিন বেগম গলায় ওড়ান পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, কি কারণে কিশোরী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তরুণী শারমিন অবিবাহিত ছিলেন।

এই বিভাগের আরো খবর