শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

শ্রীমঙ্গলে বইছে হিম বাতাস, তাপমাত্রা ১৩. ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা বেড়েছে। শনিবার (০৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রা বাড়লেও উপজেলায় ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাসও।

এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) উপজেলায় সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 
জানা গেছে, আকস্মিকভাবে এ তাপমাত্রা বেড়ে গেছে। তবে তারপরও মৌলভীবাজার জেলা জুড়ে কনকনে ঠান্ডা বিরাজ করছে। সকালের দিকে ঘন কুয়াশা পড়লেও দুপুরের দিকে সূর্যের দেখা মিলছে। তবে সন্ধ্যায় আবারও হিমেল ঠান্ডা বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তাছাড়া হাওড় ও চা বাগান এলাকায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান সময় সংবাদকে জানান, সকাল ৯টার দিকে তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকালের দিকে ঘন কুয়াশা পড়লেও দুপুরের দিকে সূর্যের দেখা মিলছে। তবে ঠান্ডা বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে।

এই বিভাগের আরো খবর