শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে।” তিনি মনে করেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির যুগে দক্ষ মানবসম্পদ তৈরি করাই দেশের উন্নয়নের প্রধান শর্ত।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ ভিত্তিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও সুরক্ষার জন্য প্রয়োজন একটি উপযুক্ত ও কার্যকর শিক্ষা ব্যবস্থা। তিনি পুনরায় উল্লেখ করেন, “বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।”

বিএনপি নেতা বলেন, প্রতিটি মানুষের মধ্যেই একটি সুপ্ত প্রতিভা রয়েছে, যা সঠিক পরিবেশ ও সুযোগ পেলে বিকশিত হতে পারে। এজন্য তিনি শিক্ষার্থীদের জন্য সৃজনশীল ও মুক্ত শিক্ষার পরিবেশ তৈরির আহ্বান জানান।

তারেক রহমান জানান, ঘোষিত ৩১ দফা প্রস্তাবনার অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী রূপ দিতে ইতোমধ্যেই একটি বিশেষজ্ঞ টিম গঠন করেছে বিএনপি। দেশের শিক্ষা ব্যাবস্থার সার্বিক উন্নয়নে বিশেষজ্ঞ টিম “অনেকদূর অগ্রগতি অর্জন করেছে” বলেও তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরো খবর