বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৫ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৭

শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে অগ্নিকান্ড ৫লক্ষাধিক টাকার ক্ষতি

শাল্লা প্রতিনিধি-

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১  

সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে অফিসার্স ক্লাব
সংলগ্ন মার্কেটে অগ্নিকান্ডে দু’টি দোকান পুড়ে ৫লক্ষাধিক টাকার ক্ষতির
ধারনা করা হচ্ছে। পাশাপাশি ১টি দোকানের মালিক ও ননীগোপাল দাস নামের একজন
এনজিও কর্মী অগ্নিদগ্ধ হওয়ারও খবর পাওয়া গেছে। মঙ্গলবার ২০এপ্রিল সন্ধ্যা
সাড়ে ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, এসময় বৈদ্যুতিক
লোডশেডিংয়ের কারণে জন্টু দাস তার দোকানে মোমবাতি জ্বালায়। আর এ মোমবাতির
আগুন থেকেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এমন পার্শ্ববর্তী উপজেলা জামে মসজিদ
হতে আগ্নিকান্ডের ঘোষনা করা হলে স্থানীয় লোকজন, শাল্লা থানা পুলিশ ও
ফায়ার সার্ভিসের লোকজনের স্বত:স্ফুর্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খোঁজ নিয়ে জানা যায়, ডুমরা গ্রামের জয়দেব দাসের ছেলে জন্টু দাসের
ষ্টেশনারীজের দোকানে প্রথমে আগুন লেগে প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল
পুড়ে যায় ও লাগোয় মুদি মালের দোকান মেসার্স সুমন ষ্টোরের ডিজেল ও সোয়াবিন
তেলের ড্রামের আগুন ছড়িয়ে পড়ে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি হয়। সাথে সাথে
শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ও অফিসার
ইনচার্জ মোঃ নূর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই বিভাগের আরো খবর