বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬   পৌষ ২৩ ১৪৩২   ১৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৯০

শতাধিক পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে স্বপ্নের সোনারগাঁ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২১  

পবিত্র ঈদুল ফিতরের খুশি সবার মাঝে ভাগ করে নিতে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো সমাজের অসহায়  মানুষের  পাশে দাড়াচ্ছে, এরই মাঝে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা ভিত্তিক সামাজিক সংগঠন স্বপ্নের সোনারগাঁ এভাবেই পাশে দাড়িয়েছে শতাধিক পরিবারের। স্বপ্নের সোনারগাঁ এর সমাজকর্মীদের  প্রচেষ্টা অনেকটা সফল, এই ঈদে ১০৯ টি পরিবারের পাশে দাড়িয়েছে স্বপ্নের সোনারগাঁ।

No description available.

করোনা ভাইরাসের কারনে চলমান লকডাউন এ অনেকেই বেকার বা অনেকেই হয়তো খুব ই কষ্টে দিন যাপন করছে। তবে এত কিছুর মধ্যেও ঈদের খুশি যাতে হারিয়ে না যায় তাই সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের পাশে দাড়ানোর  এই প্রচেষ্টা।

জানা গেছে  গতকাল ১০ ই মে সন্ধ্যার অাগে থেকেই গভীর রাত পর্যন্ত তাদের সমাজকর্মীরা সোনারগাঁ এর প্রতিটা এলাকায় ঘুরে ঘুরে ঈদ উপহার পৌঁছে দিয়েছে। মাগরিবের আজানের ধ্বনিতে সবাই যখন ইফতার এ ব্যাস্ত ঠিক সে সময় ও  স্বপ্নের সোনারগাঁ এর ঈদ উপহার এর ফেরিওয়ালারা চষে বেড়াচ্ছিলো সাড়া সোনারগাঁ এ।

তাদের বক্তব্য এত কিছু এত কর্মব্যস্ততার মাঝেও তাদের মনে প্রশান্তি আসে যখন কেও উপহার পেয়ে খুব খুশি হয়। অসহায় মানুষের হাসিগুলো ই তাদের প্রাপ্তি।

এই বিভাগের আরো খবর