শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৯

লঞ্চের ধাক্কায় নৌকাডুবি: নিখোঁজ ২ জেলের সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

লঞ্চের ধাক্কায় নৌকাডুবি: নিখোঁজ ২ জেলের সন্ধান মেলেনি

লঞ্চের ধাক্কায় নৌকাডুবি: নিখোঁজ ২ জেলের সন্ধান মেলেনি

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের সন্ধান মেলেনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে সকাল থেকে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলছে।

এর আগে রোববার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার হরিণা এলাকার মেঘনায় নৌকাডুবির ঘটনায় এক জেলের মৃত্যু এবং দুজন নিখোঁজ হন।
মৃত জেলে আবদুল জলিল সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

নিখোঁজ অপর দুই জেলে হলেন একই এলাকার আ. মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ হোসেন ও নূরুজ্জামান শেখের ছেলে মুক্তার শেখ।

চাঁদপুরে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রোববার রাতে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে নৌকার ওপরে লঞ্চ তুলে দেয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় এক জেলের মরদেহ ও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন দুই জেলে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে উদ্ধার অভিযান শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিস এবং নৌপুলিশ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে। 

এই বিভাগের আরো খবর