শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৬

লক্ষ্মীপুরে বসত ঘর পুড়ে ছাই ক্ষতি ৩ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০১৯  

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ১৭ নং ভবাণীগন্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকার খুরশিদ আলম মেম্বার বাড়ীর বেলাল হোসন এর বসত বাড়ীতে আজ রবিবার সকাল ১১.০০টার সময় ভাত রান্না করার সময় অসাবধানতায় চুলার আগুনে ঘর,রান্নাঘর,খড়ের স্তুপ (খেরের হারা) সহ সৌর বিদ্যুত ও ৫০ মণ চাল আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।

আগুন লাগার পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট (কমলনগর ও সদর) এসে আগুন নিয়ন্ত্রনে এনেছে।এসময় ঘরের মালামাল বের করতে গিয়ে বেলাল হোসনে (৩৫) ও ঝর্ণা আক্তার (২৮) রিপণ আলম (২৮) সহ কয়েকজন আহত হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলার ওসি তদন্ত এসে ঘঠনাস্হল পরিদর্শন করেন ও ক্ষয়ক্ষতির পরিমাণ ৪,০০০০০ (চার লক্ষ) টাকা উল্লেখ করে নিয়ে যান।

প্রত্যাক্ষদর্শী খোরশেদ আলম মেম্বার জানান পুড়ে যাওয়া ঘরের মালিক বেলাল হোসন মেঘনা নদীর ভাঙ্গনের ফলে কমলনগর উপজেলার চর জগবন্ধু থেকে ২০১৩ সালে মিয়ারবেড়ী এলাকার শাহজাহান কামাল রোর্ডের পাশে ২গন্ডা জমিন কিনে বসত বাড়ী গড়ে তোলে। ঘর পুড়ে যাওয়ায় বেলাল হোসনে এখন নিঃস হয়ে গিয়েছে, এখন ইউপি চেয়ারম্যান ও বিত্তবানদের নিকট সাহায্য দাবি করছে।

এই বিভাগের আরো খবর