ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫  

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দেওয়ায় শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়লেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাঁকে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি নিয়ে বিবাদ শুরু হয়। বিএনপি এই আসনটি তাদের জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

 

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসন থেকে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ায় তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ার সময় রুমিন ফারহানা পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেছিলেন:

"যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তো বাধা দিতে পারব না। তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব।"

 

শেষ পর্যন্ত তাঁর এই চ্যালেঞ্জিং অবস্থানের প্রেক্ষিতে দল তাঁকে বহিষ্কারের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করল। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের লড়াই এখন আরও বেশ জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই বিভাগের আরো খবর