সোমবার   ১০ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫  

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে।

 

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না, তবে এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক। তিনি বলেন, “আজকের বৈঠকটি খোলামেলা আলোচনা ভিত্তিক হলেও বিষয়টি অত্যন্ত গুরুত্ববহ।”

 

সূত্র জানায়, লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।

 

যদিও বৈঠকের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য ইঙ্গিত দিয়েছেন—আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন, জুলাই সনদ ও গণভোট নিয়ে তৈরি মতপার্থক্যসহ অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়সীমা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণই এই বৈঠকের মূল উদ্দেশ্য হতে পারে।

 

এই বিভাগের আরো খবর